॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ ওহাব সরদারের কর্মকান্ডে অসন্তুষ্ট হয়ে সাধারণ সম্পাদকসহ ১২জন সদস্য একযোগে পদত্যাগ করেছেন। গতকাল ১০ই ফেব্রুয়ারী ওই ১২জনের স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি ডাক যোগে সংগঠনের সভাপতি আঃ ওহাব সরদারের কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগকারীরা হলেন ঃ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামছু মিয়া, সাংগঠনিক সম্পাদক কালাম ফকির, সড়ক সম্পাদক মোমিন মোল্লা, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ক্রীড়া সম্পাদক আফজাল সরদার, সদস্য কালাম তালুকদার, আনোয়ার হোসেন নৈমুদ্দিন, মানিক মিয়া, একেন মন্ডল, জসিম খান ও ছৈয়দ আলী ছকা।
পদত্যাগ লিপিতে উল্লেখ করা হয়, উল্লেখিতরা রাজবাড়ী জেলা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের চলমান কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত প্রতিনিধি। বিগত ২০/৭/২০১৮ সাল থেকে তারা দায়িত্ব পালন করে আসছেন। শুরু থেকেই চলমান পরিষদের সভাপতি আঃ ওহাব সরদার সে তার ইচ্ছামত পেশী শক্তি ব্যবহার করে পরিষদ পরিচালনা করে আসছে। নির্বাচিত নেতৃবৃন্দের কোন সিদ্ধান্তই তিনি গ্রহণ করেন না। এমনকি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে নেতৃবৃন্দ যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে তিনি ইচ্ছামত নিজে হাতে তার বিপরীতে রেজুলেশন লিখে রাখেন। উপস্থিত নেতৃবৃন্দের স্বাক্ষর দিয়ে তা কাজে লাগানো হয়। তার এই মনগড়া সিদ্ধান্তের কারণে চলমান পরিষদের নেতৃবৃন্দের মধ্যে অনেকবার জটিলতার সৃষ্টি হয়েছে।
পদত্যাগ লিপিতে চলমান সভাপতি আঃ ওহাব সরদারের বিরুদ্ধে আরো নানা অভিযোগ করেন তারা। সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে এবং সভাপতির কর্মকান্ড প্রত্যাখান করে আগামী দিনে সংগঠনের ভার্বমূর্তি উজ্জল করার স্বার্থে তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।