রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

এখন থেকে মাহেন্দ্র মালিকদের যৌথ সংগঠন রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা-অটোটেম্পু মালিক গ্রুপ

  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ মাহেন্দ্র মালিকদের ২টি সংগঠন (রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ এবং রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোটেম্পু মালিক সমিতি) এখন থেকে যৌথভাবে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ (বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিঃ নং-১৩/১৩)-এর ব্যানারে পরিচালিত হবে।
গত ৩১শে জানুয়ারী বিকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠন ২টির প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় উভয় সংগঠনের একীভূত হওয়ার এই ঘোষণা দেয়া হয়। সভায় রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোটেম্পু মালিক সমিতি’র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে সংগঠন পরিচালনার জন্য দুই বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে আবু বকর সিদ্দিক সভাপতি, ফিরোজ আহম্মেদ জুয়েল সাধারণ সম্পাদক, আবু তারেক বাবলু কার্যকরী সভাপতি, আকবর ফকির সিনিয়র সহ-সভাপতি, আবুল কাশেম মিয়া সহ-সভাপতি, ফজলু মোল্লা সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, আজিজ মোল্লা সহ-সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ শেখ সাংগঠনিক সম্পাদক, মুক্তার শেখ কোষাধ্যক্ষ, ফরহাদ মোল্লা দপ্তর সম্পাদক, হেলাল উদ্দিন প্রচার সম্পাদক, রেজাউল করিম রিজু সহ-প্রচার সম্পাদক, বাবু শেখ, কাহার আল মুহিত, জাহাঙ্গীর মোল্লা ও মানিক শেখ সড়ক সম্পাদক এবং মাসুদ রানা, ফরিদ শেখ ও মতিয়ার বেপারী কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছে। সংগঠনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড কমিটির অনুমোদন দিয়েছেন। এডঃ সফিকুল হোসেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে এবং সাইফুদ্দিন হাবিব, ফজলুল হক, শাহিন খান ও ইদ্রিস আলী ফকির সদস্য হিসেবে রয়েছেন।
এর আগে গত ১০ই ডিসেম্বর রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের এক সভায় অপর সংগঠন রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটো টেম্পু মালিক সমিতির সাথে মিলেমিশে একসাথে নতুন কমিটি গঠন করে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একইভাবে গত ২৫শে জানুয়ারী রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটো টেম্পু মালিক সমিতির আরেক সভায় তাদের সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের ব্যানারে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই আলোকে গত ৩১শে জানুয়ারী উভয় সংগঠনের প্রতিনিধিরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা করে যৌথভাবে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য, বিগত ৬/৭ বছর ধরে মাহেন্দ্র মালিকদের ২টি সংগঠন থাকায় উভয় পক্ষের মধ্যে বিরোধ, মারামারি, মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছিল। এ সুযোগে প্রতিদ্বন্দ্বী বাস মালিক সমিতিও মাহেন্দ্র গাড়ীর চলাচলে বাধা দেয়াসহ নানাভাবে তাদেরকে হয়রানী করছিল। এমনকি মাহেন্দ্র চালকদের ইউনিয়নও (রেজিঃ ৩২৭৯) এ সুযোগ নিয়ে সাধারণ মালিকদের কোণঠাসা করে নিজেরাই সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকে। মাহেন্দ্র চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, অতিরিক্ত গাড়ী বৃদ্ধি হওয়া, মালিক সংগঠনে অন্তর্ভুক্ত না হওয়া, বিআরটিএ থেকে গাড়ীর রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স না করা, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের চাপ মোকাবেলাসহ বিভিন্নভাবে ২টি মালিক সংগঠনই কোণঠাসা হয়ে পড়ে। এছাড়া রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ পর্যায় থেকে মাহেন্দ্র মালিকদের ২টি সংগঠনকে একসাথে মিলেমিশে কাজ করার জন্য বারবার তাগিদ দেয়া হয়। সবকিছু বিবেচনা করে বৃহত্তর স্বার্থে মাহেন্দ্র মালিকদের ২টি সংগঠন এক হয়ে নতুনভাবে যাত্রা শুরু করলো। এর ফলে মাহেন্দ্র মালিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!