॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ৩রা ফেব্রুয়ারী দুপুর ১২টার দিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় মিসেস সাইদা হাকিম, রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আহ্সান উল্লাহ, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন পাতা, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার মোঃ সফিকুল ইসলাম, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র লাবলু বিশ্বাস, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য চিত্ত রঞ্জন কুন্ডু, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, আরএমও ডাঃ তরুন কুমার পালসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী পরস্পর সুস্পর্ক বজায় রেখে যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি ডাঃ আনজুয়ারা খাতুন সুমীর হাতে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তরের মাধ্যমে এ্যাম্বুলেন্সের উদ্বোধন ঘোষণা করেন।