রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর আলীপুর ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোজাহার শেখের নবম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহার আলী শেখের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে গতকাল ২রা ফেব্রুয়ারী দুপুরে মরহুমের আলাদীপুর গ্রামের নিজ বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন আলাদীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুস সালাম।
উল্লেখ্য, মরহুম মোজাহার আলী শেখ ১৯৭৩ সাল থেকে পর পর তিন দফায় পুনর্গঠিত আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউনিয়নের হাট-বাজার, স্কুল-মাদ্রাসা, রাস্তাঘাটসহ সকল উন্নয়নের রূপকার। তিনি যখন পুনর্গঠিত আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তখন ইউনিয়ন পরিষদের নিজস্ব কোন অফিস পর্যন্ত ছিল না। নিজ বাড়ীতে বসেই তিনি অফিস চালাতেন। পরবর্তীতে আলাদীপুর বাজার এলাকায় ১ একর জমি কিনে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করেন। ২০১১ সালের ২রা ফেব্রুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা ও ২ স্ত্রীসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার পুত্রদের মধ্যে মোঃ শওকত হাসান আলীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। অপর পুত্র নাজমুল হাসান জেলা পরিষদের সদস্য।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!