॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাটে গতকাল ২৮শে জানুয়ারী সকালে কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী একটি ট্রাক(ঢাকামেট্রো-ড-১৪-৭৬৭৪) ফেরী থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় বিআইডব্লিউটিসি’র রেকার দিয়ে টেনে ট্রাকটিকে নদী থেকে তোলা হয়।
জানা গেছে, ঢাকা থেকে ফরিদপুরের বোয়ালমারীগামী আগমনী ট্রান্সপোর্ট নামের কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী ট্রাকটি ভোরে পাটুরিয়া ঘাট থেকে মাধবীলতা নামের ফেরীতে ওঠে। দৌলতদিয়া ঘাটে পৌঁছে ফেরী থেকে নামার সময় পন্টুনের সাথে ফেরী বেঁধে রাখার তার ছিঁড়ে গেলে ট্রাকটি নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার সাঁতরে উঠে আসতে সক্ষম হয়।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, ট্রাকটি ফেরী থেকে নামার সময় পিছনের দিকের বাম্পারের সাথে ফেরী আটকে রাখার রশি আটকে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুর্ঘটনার পর তাদের ও আরিচার(মানিকগঞ্জ) ফায়ার সার্ভিসের ২টি টিম উদ্ধার কাজ শুরু করে। দুপুর নাগাদ রেকার দিয়ে ট্রাকটি নদী থেকে টেনে তোলা সম্ভব হয়।