॥স্টাফ রিপোর্টার॥ ৭বছরের শিশু মাইমুনা আক্তার। এই বয়সে ওর হাসি-আনন্দে খেলাধূলা করে দিন কাটানোর কথা। অথচ সে ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
মাইমুনা রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের দরিদ্র ফার্নিচার মিস্ত্রী রাজু আহম্মেদের মেয়ে এবং গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ৪/৫ মাস আগে হঠাৎ একদিন সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে বমি করতে থাকে। স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পরও সুস্থ না হলে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিন্তু ক্যান্সার কোন পর্যায়ে আছে তা ঢাকার চিকিৎসকরা জানাতে ব্যর্থ হন। নিরুপায় হয়ে ধার-দেনা করে অনেক কষ্টে ওকে নিয়ে যাওয়ায় ভারতের ভেলোরের খ্যাতনামা ক্রিস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মাইমুনার ক্যান্সার বর্তমানে দ্বিতীয় পর্যায়ে (সেকেন্ড স্টেজ) রয়েছে। কয়েকটি কেমোথেরাপীসহ সঠিকভাবে চিকিৎসা করালে সে সুস্থ হতে পারে। এ জন্য ১০ লক্ষ টাকার মতো প্রয়োজন হবে। কিন্তু মাইমুনার দরিদ্র পিতা-মাতার এই আর্থিক সঙ্গতি না থাকায় চিকিৎসা না করিয়েই তারা দেশে ফিরে আসতে বাধ্য হয়। এ অবস্থায় মাইমুনা’কে বাঁচাতে ওর অসহায় বাবা-মা সকলের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং-১০৫৪, ইসলামী ব্যাংক লিঃ, রাজবাড়ী শাখা এবং বিকাশ নং-০১৭১৪২৯৬৯০৮।