॥এম.দেলোয়ার হোসেন॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পেঁয়াজ উৎপাদনে খ্যাত। বর্তমানে এ উপজেলার কৃষকরা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছে। উপজেলার প্রায় প্রতিটি মাঠেই চলছে পেঁয়াজের চাষ। যে দিকে চোখ যায় দেখা যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। পেঁয়াজে পেঁয়াজে মাঠগুলো ভরে গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নেই পেঁয়াজের ব্যাপক আবাদ হয়েছে। কৃষকরা তাদের ৭০ ভাগ কৃষি জমিতেই পেঁয়াজের চাষ করেছে। সাম্প্রতিক মূল্য বৃদ্ধির রেকর্ডের কারণেও কৃষকরা অধিক পরিমাণে পেঁয়াজ চাষে আগ্রহী হয়েছে। তবে কৃষকদের অভিযোগ, পেঁয়াজ চাষের ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে তারা কোন সহায়তা পায় না।
কৃষকদের অভিযোগ অস্বীকার করে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তাদের পক্ষ থেকে পেঁয়াজ চাষীদের সব ধরনের সহযোগিতা করা হয়। তিনি আরও বলেন, গত বছর উপজেলার ৯ হাজার ২শত হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হলেও এবার তা ১০ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে বলে তারা ধারণা করছেন।