মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠান ‘পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনাল’-এর কার্যালয় উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আশরাফুল ইসলামের মালিকানাধীন ‘পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনাল’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২ই জানুয়ারী বিকালে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের ২য় তলায় অবস্থিত কার্যালয়টি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অন্যান্যের মধ্যে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম, জেলা জাতীয় পার্টির(এরশাদ) সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মোমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু এবং আশরাফুল ইসলামের ছেলে ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কার্যালয় উদ্বোধনের সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, আশরাফুল ইসলামের যে ব্যবসা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো সেটির সফলতা কামনা করছি। তিনি সমাজের জন্য অনেক ভালো কাজ করে থাকেন। এই ব্যবসা প্রতিষ্ঠানের কারণে তার সামাজিক কর্মকান্ডগুলো যেন ঝিমিয়ে বা চাপা পড়ে না যায় সে অনুরোধ জানাচ্ছি। আশা করি তিনি প্রবাসের মতো দেশেও ব্যবসায়িকভাবে সফলতার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।
রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বলেন, এ ব্যবসার প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি (আশরাফুল ইসলাম) আরও উন্নতি লাভ করবেন এবং দেশ ও সমাজের জন্য বেশী বেশী করে কাজ করবেন-এই প্রত্যাশা রইলো।
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনানের সত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম জানান, আমার এই প্রতিষ্ঠানটি কনস্ট্রাকশন, কমিশন এজেন্ট, আমদানী-রপ্তানীকারক, পরিবেশক ও সরবারাহকারী ব্যবসা প্রতিষ্ঠান। মুনাফা নয়, সেবাই আমাদের মূল লক্ষ্য থাকবে। সততার সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি সবসময় মানুষের পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!