বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গতকাল ১১ই জানুয়ারী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শপথবাক্য পাঠ এবং স্কাউট ও প্রতিযোগীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে উদ্বোধন বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুবায়রা জহুর প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, শরিফুল ইসলাম এবং প্রাণ কৃষ্ণ সাহা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলার মানুষ উজ্জীবিত হয়েছিল। স্বাধীনতার ৪৮ বছর পর রাজবাড়ীতে সেই দিবসটি উদযাপনের মাধ্যমে আমাদের স্বাধীনতার চেতনা উজ্জীবিত হলো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। বর্তমানে যারা শিক্ষার্থী তারাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলার মধ্য দিয়ে শরীর ও মন গঠনের মাধ্যমে ভালোভাবে লেখাপড়া করতে হবে। মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হতে হবে। অভিভাবকদের সন্তানদের লেখপড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার বলেন, খেলাধুলা শিক্ষারই একটি অঙ্গ। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। খেলাধুলার মাধ্যমে আমরা উজ্জ্বল জাতি গঠন করতে পারি।
আলোচনা পর্বের শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দিলসাদ বেগম আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও মশাল দৌড়ের পর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকালে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!