সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

॥চঞ্চল সরদার॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গতকাল ৮ই জানুয়ারী দুপুরে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রথমে মেয়েদের বঙ্গমাতা ফুটবলের ফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে কালুখালী উপজেলার বিল শ্যামসুন্দরপুর মনিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এরপর ছেলেদের বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৪-১ গোলে পাংশা উপজেলার নাদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান।
এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলামসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাসহ তৃণমূল পর্যায় থেকে ক্ষুদে ফুটবল প্রতিভাদের বের করে আনার জন্য সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে এই টুর্নামেন্ট চালু করেছে। শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। একজন ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। তোমরা ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করবে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।’
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বলেন, ‘আমরা ছাত্রদের বড় অফিসার বানাবো-এটা কখনো বলতে চাই না। আমরা বলবো, একজন ছাত্র যেন মানুষের মতো মানুষ হয়। সকল পেশার মানুষেরই মর্যাদা আছে। সকল পেশাই আমাদের প্রয়োজন আছে। সকল পেশার মানুষই সমাজকে সেবা দেয়। মূলকথা হচ্ছে, সকলকে সত্যিকারের মানুষ হতে হবে।’
আলোচনা পর্বের শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!