॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে গতকাল ৬ই জানুয়ারী দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার ফলের দোকানগুলোতে বাজার তদারকি অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অপরদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম ও মোঃ সাইফুল হুদার নেতৃত্বে গতকাল বিকালে রাজবাড়ী শহরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চৌধুরী মিস্টান্ন ভান্ডার এন্ড ফাস্ট ফুড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা আইনের ৫৩ ধারায় ১০হাজার টাকা এবং ফার্মেসীতে একই আইনের ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উভয় অভিযানেই জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন।
এছাড়াও ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্যাটালিয়ন আনসারের একটি টিম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনারদের মোবাইল কোর্টে পুলিশের একটি টিম সহযোগিতা করে।