॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা পর্যায়ের ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ গতকাল ২রা জানুয়ারী বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। মেয়েরাও পিছিয়ে নাই, তারাও এগিয়ে যাচ্ছে। সবার জীবনেরই লক্ষ্য থাকতে হবে। যদি লক্ষ্য না থাকে তাহলে জীবনে সফল হওয়া যাবে না। তাই সকলকে সকলকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, প্রতিযোগিতায় যারা বিজয়ী ও পরাজিত হয়েছো তাদের সকলকেই অভিনন্দন। জীবনের একটা দিনও যেন নষ্ট না হয়। ২০৪১ সালে যখন আমরা উন্নত দেশ হবো তখন আজকে যারা শিক্ষার্থী তারাই দেশ চালাবে। এ জন্য ভালোভাবে লেখাপড়া করা খুবই জরুরী। পাশাপাশি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খেলাধুলাও করতে হবে।
আলোচনা পর্বের শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।