সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ১লা জানুয়ারী রাত ৭টায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভা, ৬জন লেখক-লেখিকার পৃথক ৭খানা গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশা শহরের মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে এসব কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে লেখক মোহাম্মদ আবদুল মান্নান রচিত কাব্যগ্রন্থ ‘মৃত্যুর আড়ালে প্রেম’, শেখ মুহম্মদ সবুর উদ্দিন রচিত গবেষণামূলক গ্রন্থ ‘পাংশার জমিদার’, তন্দ্রা বসু রচিত গ্রন্থ ‘নারী মুক্তি’ ও কাব্যগ্রন্থ ‘দাঁড়িয়ে আছি একা’, সরদার আবু জালাল রচিত কবিতাগ্রন্থ ‘বসন্তের ফুল’, সুমী খোন্দকার রচিত কবিতাগ্রন্থ ‘অনাকাঙ্খিত আকাঙ্খা’ ও রোকেয়া রহিমের ‘বোবা অশ্রু’ কবিতাগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
মুক্তকলম সাহিত্য সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, লেখক ও সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘নাট্যালোক’র সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, পাংশা প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, সাংবাদিক অধ্যাপক মোঃ ইজাজুল হক, পাংশা সরকারী কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনজু ও নাট্যালোক’র সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাংশার শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার অতীত ঐতিহ্যের ধারা অব্যাহত রাখার গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও লেখক মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার, লেখক ও সাহিত্য গবেষক শেখ মুহম্মদ সবুর উদ্দিন, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, লেখক তন্দ্রা বসু, রোকেয়া রহিম ও সুমী খোন্দকার, প্রত্যয় ফাউন্ডেশনের মুখপাত্র ও পাংশা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু বক্তব্য রাখেন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোল্লা মাজেদ, কবি এবাদত আলী শেখ ও সরদার আবু জালাল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পৃষ্ঠপোষক, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এম.এ জিন্নাহ, পাংশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীনুর রহমান, পাংশা পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, যশোর এম.এম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, লেখক ষড়জিৎ বিষ্ণু শ্যাম, উত্তম মিত্র, সন্ধ্যা রানী কুন্ডু, স্বপন ভট্টাচার্য, কাকুল চৌধুরী, জাফর ইকবালসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট উপহার প্রদান করা হয়। এছাড়া নাট্যালোক আয়োজিত বার্ষিক নাট্যোৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য গুণীজনদের সাথে মুক্তকলম সাহিত-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক এবাদত আলী শেখ ও সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম ‘সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক’ পাওয়ায় তাদেরকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তকলম সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আবুল কাশেম ও অতিথি শিল্পী নেছার আহম্মেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা, ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, লেখক-লেখিকাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মিলন মেলায় পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!