॥মোক্তার হোসেন॥ জেডিসি পরীক্ষায় রাজবাড়ী জেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ৩জনই পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী। কৃতি এ তিন শিক্ষার্থীরা হলো মোঃ আসাদুজ্জামান অন্তর, মির্জা উম্মে সুলাইম ও মোছাঃ তানিয়া আক্তার।
জানা যায়, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে এবারে ৬৫জন জেডিসি পরীক্ষা দিয়ে ৫৭ জন পাশ করেছে। এদের মধ্যে উল্লেখিত ৩জন জিপিএ-৫ লাভ করে কৃতিত্ব অর্জন করে মাদরাসার সুনাম বয়ে এনেছে।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, এবারে জেডিসি পরীক্ষায় রাজবাড়ী জেলার মধ্যে ৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ৩জনই পাংশা পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার পরীক্ষার্থী।
গত ১লা জানুয়ারী বই বিতরণ উৎসব অনুষ্ঠানে মাদরাসার সফল্য অব্যাহত রাখতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
মাদরাসার সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাসের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম. মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আ.ন.ম আমিনুল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।