॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে গতকাল ১লা জানুয়ারী বিকালে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর উত্তরপাড়া ঈদগাঁহ ময়দানে দুস্থদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম-বার।
রাজবাড়ী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহিম মোল্লা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা ডাঃ কমল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার বলেন, দেশের সকল সেক্টরেই উন্নয়ন হচ্ছে। বিধবা ভাতা, বয়ষ্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন ভাতার আওতা বাড়ছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উত্তরাঞ্চলের মঙ্গা দূর হয়েছে। মানুষ ভালো আছে।