বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে নতুন বই পাওয়ার অপেক্ষায় প্রায় ৩ লাখ শিক্ষার্থী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

॥সোহেল মিয়া॥ আগামীকাল ১লা জানুয়ারী সারা দেশে অনুষ্ঠিত হবে বই বিতরণ উৎসব। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪ কোটিরও বেশী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে ৩৫ কোটিরও বেশী নতুন পাঠ্যবই। তারই ধারাবাহিকতায় এবার রাজবাড়ী জেলায় নতুন বই পাবে প্রায় ৩লাখ শিক্ষার্থী।
বই বিতরণ উৎসবের দিন যাতে সকল শিশু নতুন পাঠ্যবই হাতে পায় সে জন্য জেলা-উপজেলা শিক্ষা অফিসগুলো সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে নতুন বই। এখন শুধু সময়ের অপেক্ষা। নতুন বই পাওয়ার আশায় শিক্ষার্থীরাও রয়েছে দিনটির জন্য অপেক্ষায়।
জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২০ শিক্ষাবর্ষে জেলার ৫টি উপজেলার সরকারী, বেসরকারী, কিন্ডারগার্টেন ও এনজিও পরিচালিত বিদ্যালয়ের ৯৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১ লাখ ৫০ হাজার ৮২৯ জন শিক্ষার্থী নতুন বই পাবে। এর মধ্যে ১ম শ্রেণীর জন্য ৩৩ হাজার ৯৭৫, ২য় শ্রেণীর জন্য ৩২ হাজার ১৩৩, ৩য় শ্রেণীর জন্য ২৯ হাজার ৮৬০, ৪র্থ শ্রেণীর জন্য ২৮ হাজার ১৯৯ ও ৫ম শ্রেণীর জন্য ২৬ হাজার ৬৬২টি বইয়ের চাহিদা রয়েছে।
অপরদিকে মাধ্যমিক পর্যায়ের ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ৮৭ হাজার ৫৪৫ জন, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার ২৯ হাজার ৮০০ এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের বিভিন্ন ট্রেডের ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী নতুন বই পাবে।
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামছুন্নাহার চৌধুরী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী জানান, ইতিমধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে গেছে। এখন শুধু অপেক্ষার পালা। আশা করছি প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বছরের প্রথম দিনই নতুন বই তুলে দিতে পারবো। বিনামূল্যের এই বই যাতে সকল শিক্ষার্থী সহজেই হাতে পায় সেজন্য শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ মনিটরিং করবেন। বই বিতরণে কোন অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বের হাসান বলেন, বছরের প্রথম দিনই আমরা প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিবো। এরই মধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে সরকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন পাঠ্যবই দেওয়া শুরু করে। এরপর থেকে ধারাবাহিকভাবে নতুন বছরের প্রথম দিনই আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!