॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কালীতলা বাজার কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গনে প্রথমবারেরমত ২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে।
গতকাল ২৫শে ডিসেম্বর ছুটির দিনে মহানাম যজ্ঞানুষ্ঠানে সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়।
২৪প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বহু নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। সেই সাথে প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদসহ সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে যান।
সেনগ্রাম নামযজ্ঞ পরিচালনা পরিষদের সভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সাহা (কার্ত্তিক সাহা) অতিথিবৃন্দের অভ্যর্থনা জানায়।
জানা যায়, গত ২২শে ডিসেম্বর মহানামযজ্ঞের শুভ অধিবাসের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর ২৩শে ডিসেম্বর থেকে শুরু হয় মহানাম সংকীর্তন। বাগেরহাটের হরিভক্তি বিলাস, ফরিদপুরের ব্রজ কিশোর, গোপালগঞ্জের রাধা মাধব, যশোরের ভক্ত হরিদাস, রাজবাড়ীর শ্রী গুরু ও পাংশার মদন গোপাল সম্প্রদায় মহানাম সংকীর্তন পরিবেশন করে।
আজ ২৬শে ডিসেম্বর সকালে মহানামযজ্ঞ সমাপনান্তে নগর কীর্তন, জলকেলী, দধিমঙ্গল, শ্রীশ্রী মহাপ্রভূর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত হবে।