বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে আয়ুর্বেদিক ইনডেক্স ল্যাবরেটরীজের উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার॥অফিস উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে আয়ুর্বেদিক ইনডেক্স ল্যাবরেটরীজের সায়েন্টিফিক সেমিনার ও অফিস উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৮ই ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকার পালকি চাইনিজ রেস্টুরেন্টে সায়েন্টিফিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ইনডেক্স ল্যাবরেটরীজ লিঃ-এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ফরাজী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, পরিচালক(প্রশাসন) আব্দুল কাদের, পরিচালক(মার্কেটিং) নাছির হাওলাদার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন ও প্রধান আলোচক হিসেবে আয়ুর্বেদিক ইনডেক্স ল্যাবরেটরীজের পরিচালক(মেডিকেল) জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইনডেক্স ল্যাবরেটরীজ লিঃ এর এরিয়া ম্যানেজার হাজী সামছুল আলম, উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আশরাফ আহমেদ ফয়েজ এবং সঞ্চালনা করেন ডেপুটি সেলস ম্যানেজার মাইনুল হাসান।
বক্তাগণ বলেন, আয়ুর্বেদিক চিকিৎসা বলতে ভেষজ বা উদ্ভিদের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় তাকে বুঝানো হয়। এই চিকিৎসা ৫হাজার বছরের পুরাতন। আদিম যুগে গাছপালার মাধ্যমেই মানুষের চিকিৎসা করা হতো। বর্তমানে এই চিকিৎসা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বেশী প্রচলিত। আয়ুর্বেদিক ওষুধ দিন দিন বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করছে। এই ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। রোগ নিরাময়ে দ্রত কাজ করে। আগে মানুষের মনে ভুল ধারণা ছিলো যে আয়ুর্বেদিক ওষুধ আস্তে আস্তে কাজ করে কিন্তু এটা সত্য নয়। আয়ুর্বেদিকের মাধ্যমে মানুষ যাতে ভালো সেবা পায় সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। সেমিনার শেষে অতিথিগণ রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন পৌর মিলেনিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় ইনডেক্স ল্যাবরেটরীজ লিমিটেডের রাজবাড়ী শাখার অফিস উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!