মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলার ৪৩জন স্বাধীনতা বিরোধী রাজাকারের নাম প্রকাশ

  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯

॥সুশীল দাস॥ সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতা বিরোধীর প্রথম তালিকা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল ১৫ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো তালিকা প্রকাশ করা হবে।
প্রথম দফায় প্রকাশিত তালিকায় নাম এসেছে রাজবাড়ী জেলার ৪৩জন স্বাধীনতা বিরোধীর। তাদের মধ্যে ১৭জন রাজবাড়ী সদর উপজেলার, ১৬জন বৃহত্তর পাংশা উপজেলার (নবগঠিত কালুখালী উপজেলাসহ), ৩জন বালিয়াকান্দি উপজেলার এবং ৭জন গোয়ালন্দ উপজেলার। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেয়া হলো।
রাজবাড়ী সদর উপজেলা ঃ নাওডুবির হোসেন খানের ছেলে আকবর আলী খান, আলাদীপুরের হযরত আলীর ছেলে রবিউল মিয়া, রফিক মিয়ার ছেলে শফি মিয়া, মধুরদিয়ার এস.এম সাঈদের ছেলে এস.এম জাকারিয়া, দিল মোহাম্মদের ছেলে মোঃ হানিফ, শরীয়তুল্লাহর ছেলে আকবর মন্ডল, খানখানাপুরের আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক, খোয়াজ মন্ডলের ছেলে মোঃ ইসমাইল, চরখানখানাপুরের বাজার আলীর ছেলে আঃ রহমান মোল্লা, গৌরিপুর রিফিউজি কলোনীর ইদ্রিস আলীর ছেলে আব্দুল জলিল, রাজবাড়ী শহরের ভাজনচালার জামান মিয়ার ছেলে মোঃ শুকুর, বটতলার ওয়াসিমুদ্দিনের ছেলে আঃ রশিদ মিয়া, ভবাণীপুরের আবেদ আলীর ছেলে মুজিবুর রহমান, মহারাজপুরের গোপাল মোল্লার ছেলে লতিফ মোল্লা, মজলিশপুরের উমেদ শেখের ছেলে আঃ সাত্তার শেখ, বাগমারার হাফিজুদ্দিনের ছেলে আব্দুল হান্নান এবং মহিষবাথানের আব্দুর রহমানের ছেলে আজাহার আলী মন্ডল।
পাংশা উপজেলা(কালুখালীসহ) ঃ কাউখোলার ইসমাইলের ছেলে আব্দুল জব্বার মন্ডল, পাংশার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মালেক খান, ইসমাইলের ছেলে আবুল কালাম আজাদ, হজপাড়ার লাট্টা শেখের ছেলে সাইফুদ্দিন শেখ, জহুর শেখের ছেলে খোরশেদ আলী শেখ, হুদারকোটার এন্তাজ মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডল, কালিকাপুরের কেসমত আলীর ছেলে হোসেন আলী শেখ, ভাতশালার নূরুজ্জামানের ছেলে সৈয়দ শফিকুল আলম, পাকশিয়ার ইছাকের ছেলে শাহিদুল ইসলাম, মাজবাড়ীর আইনুদ্দিনের ছেলে কাজী সাইদুল ইসলাম, নূরুল হকের ছেলে কাজী সোনাউল্লাহ, তাফুলিয়ার জাকির আলী খানের ছেলে আঃ আজিম খান, বাড়াইজুড়ীর আছালুদ্দিনের ছেলে কাজী আমজাদ হোসেন, খোশবাড়ীর মহসিন মিয়ার ছেলে মোজাম্মেল মিয়া, রতনদিয়ার ইউসুফ হোসেন চৌধুরীর ছেলে নাজির হোসেন চৌধুরী এবং মেগচামীর সাদেক আলী খানের ছেলে আবুল বাশার খান।
বালিয়াকান্দি উপজেলা ঃ বচনপুরের হামিদ মোল্লার ছেলে আব্দুল হান্নান মোল্লা, রাজধরদীর আব্দুর রহমানের ছেলে আকবর আলী খান এবং একই এলাকার (রাজধরদী) আব্দুল মজিদের ছেলে মোয়াজ্জেম হোসেন।
গোয়ালন্দ উপজেলা ঃ গোয়ালন্দ ঘাটের আঃ জলিল বেপারীর ছেলে মোঃ সিদ্দিক, জাফর আলীর ছেলে কাজী হোসেন, কাশেম সিদ্দিকের ছেলে আলী হোসেন সিদ্দিক, চরপাঁচুরিয়ার ফৈজদ্দিনের ছেলে আফজাল সরদার, শ্যামসুন্দরপুরের মোখলেছুর রহমানের ছেলে আব্দুল ওহাব খান, খানদিয়ার আব্দুর রহমানের ছেলে মতিয়ার রহমান এবং তোফদিয়ার শুকুর শেখের ছেলে আব্দুল জলিল।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!