মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিজয়ের মাসে পতাকা বিক্রি করে আত্মতৃপ্তি পায় সোলায়মানরা

  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ লাল-সবুজে মিশে বিজয়ের মাস ডিসেম্বর বাঙালী জাতিকে তাদের স্বাধীনতা অর্জনের কথা মনে করিয়ে দেয়। তাইতো বিজয়ের মাস ডিসেম্বর এলেই লাল-সবুজের পতাকা হাতে দেখা মেলে বাঙালীদের। এ মাসে জাতীয় পতাকা বিক্রি করে আত্মতৃপ্তি পায় বিক্রেতারাও।
এমনই একজন পতাকা বিক্রেতা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আজলবাড়ী গ্রামের বাসিন্দা সোলায়মান(২৫)। গতকাল ১৩ই ডিসেম্বর বিকালে বালিয়াকান্দি বাজারে কথা হয় তার সাথে। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে সে দীর্ঘ ১২বছর যাবৎ সে পতাকা বিক্রি করে আসছে। বছরের বাকী সময় অন্য কাজ করে জীবিকা নির্বাহ করলেও বিজয়ের মাসে অন্য কোন কাজে মন বসে না তার। তাই সে বিজয়ের মাস এলেই নেমে পড়ে পতাকা বিক্রিতে। নতুন প্রজন্মের হাতে পতাকা তুলে দেয়াটা তার কাছে অত্যন্ত আনন্দের, গর্বের ও সীমাহীন আত্মতৃপ্তির।
সোলায়মান জানায়, তার কাছে স্টিকার পতাকা, লাঠি পতাকা, মাথার ফিতা পতাকা, জিরো পতাকাসহ ২ ফুটের পতাকা, সাড়ে ৩ ফুটের পতাকা ও ৫ ফুটের পতাকা রয়েছে। ছোট ছোট শিশুরা বেশী কেনে স্টিকার পতাকা। রিক্সা-ভ্যান, সাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালকরা বেশী কেনে লাঠি পতাকা বিক্রি করেন। ১০ টাকা থেকে ২শত টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের পতাকা সে বিক্রি করে।
সোলায়মানের মতোই আরেক পতাকা বিক্রেতা আমির হওলাদার জানায়, গত দুই বছর ধরে সে স্বাধীনতা ও বিজয়ের মাসসহ বিভিন্ন দিবসে তার মামার সাথে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছে। এতে সে অনেক আত্মতৃপ্তি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!