॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ‘প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
এ উপলক্ষে গত ১২ই ডিসেম্বর দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হল রুমে ‘জনজীবনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদহমের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসাস-এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবাইস্থ বাংলাদেশের কনস্যুলেটের প্রথম সচিব(শ্রম) ফকির মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, দুবাই চিড়িয়াখানার পরিচালক প্রাণী বিজ্ঞানী ড. রেজা খান, প্রকৌশলী আব্দুস সালাম খান, হবিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, দুবাই আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমেদ, ইউএই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা প্রকৌশলী আবু নাছের, মিরসরাই সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, প্রসাসের সাবেক সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, শিবলী আল সাদিক, সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল বকুল, মাওলানা ওসমান তালুকদার, মাওলানা সেলিম তৈয়বী, হাফেজ মোহাম্মদ ফারুক, কবি ওবায়দুল হক, আজিমুল হক গণি, সাংবাদিক ওবায়দুল হক মানিক, শবনম আকতার, নিশাত জাহান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।