॥মোক্তার হোসেন॥ বাংলা সাহিত্যের অমর গদ্য লেখক, বঙ্গীয় মুসলিম রেনেসাঁর অন্যতম অগ্রদূত সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ৭৯তম মৃত্যু বার্ষিকী আগামী ১৫ই ডিসেম্বর।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে গতকাল ৮ই ডিসেম্বর সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) চিত্ত রঞ্জন কুন্ডু, সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর নাতি ছেলে মোঃ নওশাদ আলী চৌধুরী(বাবুল চৌধুরী), সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, লেখক ও সাহিত্য গবেষক অধ্যাপক মোঃ আবুল হোসেন মল্লিক ও শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মোহাঃ শাহাদত আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি পালনে পবিত্র কোরআন খানী, কবর জিয়ারত, মিলাদ, দোয়া অনুষ্ঠান, র্যালী ও আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।