॥রঘুনন্দন সিকদার॥ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের আয়োজনে গতকাল ২৭শে নভেম্বর বালিয়াকান্দি উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ‘পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক(অতিরিক্ত সচিব) ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক হারুন অর রশিদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।