॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতা বিরোধিতাকারী কোন পরিবারের সদস্য কেউ যেন মাঠে থাকতে না পারে। এমনকি এমন পরিবারের কাউকো অনুষ্ঠানের দাওয়াত না দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি নুর জাহান চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা ও আমিনুল ইসলাম সফি প্রমুখ।
সভায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসকে আরো সুন্দর ও প্রানবন্ত করে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতির সিদ্ধান্ত হয়। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো ব্যাপক পরিসরে এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত হয়।
দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মধ্য দিয়ে শহীদ মিনার বেদিতে পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরেণ্য কয়েকজন শিল্পীর উপস্থিত থাকবেন বলেও জানানো হয়।
সভায় উপস্থিত সদস্যদের মধ্য থেকে দাবী রাখা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী কোন পরিবারের সদস্য যেন উপস্থিত না থাকে। এমনকি এমন বিতর্কিত কোন পরিবারের কেউ যেন দাওয়াত পর্যন্ত না পায়। সে সমাজের যত বড় ব্যক্তিই হোন না কেন। এ বিষয়ে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত জানানো হয়।
এ সময় সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, বিতর্কিত এমন কোন পরিবারের কেউ যাতে দাওয়াত না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখা হবে। সেই সাথে বিজয় দিবসের অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা চাওয়া হয়।