॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র রাজবাড়ী সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় গতকাল ২৫শে নভেম্বর বেলা ১১টায় আলাদিপুরস্থ রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) লিটন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস ও ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন বিআরটিএ’র রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান তার বক্তব্যে বলেন, গত ১লা নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হয়েছে। এতে ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে জেল ও জরিমানার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। মূলতঃ সচেতন না হওয়ার কারণেই দুর্ঘটনাগুলো ঘটছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে বা আহত হলে তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। হেলমেট ছাড়া মোটর সাইকেল চালালে বা চড়লে অনেক বেশী ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা থাকে। তাই মোটর সাইকেল আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সবাইকে আইন মেনে চলাচল করতে হবে। যারা বিদেশ যাবেন তারা ইংরেজীসহ সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে গেলে সুবিধা পাবেন, নইলে অসুবিধায় পড়বেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস বলেন, নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে সকলকে সচেতন হতে হবে। নিজেরা আইন মানার পাশাপাশি অন্যদেরকে আইন মানতে উৎসাহিত করতে হবে। তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমানো যাবে।
আলোচনা সভার শেষে প্রজেক্টরের সাহায্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের জন্য সড়ক নিরাপত্তা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।