॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৫শে নভেম্বর বিকাল সাড়ে ৪টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিমের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, যুগ্ম-জেলা জজ(১ম) পারভেজ শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজা নূর, বেগম কাইছুন্নাহার সুরমা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখর রায়, মৌসুমী সাহা, সহকারী জজ(গোয়ালন্দ) জাকির হোসেন, সহকারী জজ(বালিয়াকান্দি) ইমরান আহম্মেদ, রাজবাড়ী সদরের সহকারী জজ(অতিরিক্ত) নূসরাত খানম, জেল সুপার আনোয়ারুল করিম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ কে.এ বারী কুটিন, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ উজির আলী শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হকসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সৈয়দ আব্দুল্লাহ-আল হাবীব।
সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, চলতি মাসের প্রাপ্ত আবেদন গ্রহণ ও আইনজীবী নিয়োগ, আইনী সহায়তা প্রদানে আইনজীবীদের করণীয় এবং লিগ্যাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।