মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন॥ সভাপতি মিশা সওদাগর, জায়েদ খান সাধারণ সম্পাদক

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০১৭

॥মাতৃকন্ঠ বিনোদন ডেস্ক॥ অবশেষে অপেক্ষার অবসান। ৫মে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশ হয় একটু আগে। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন। প্রথমে ওমর সানী ভোটে এগিয়ে থাকলেও পরে চুড়ান্ত ফলাফলে জানা যায় মিশা সওদাগরের কথা। এবারের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর। তিনি মোট ২৫৯ ভোট পেয়েছেন। আর ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন জায়েদ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অমিত হাসান। তিনি মোট ভোট পেয়েছেন ১৪৫। আর সহ-সভাপতি পদে নাদির খান ও চিত্রনায়ক রিয়াজ যৌথভাবে নির্বাচিত হয়েছেন। রিয়াজ মোট ৩২৮ ভোট এবং নাদির খান ২৬৫ ভোটে পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাইমন সাদিক। তিনি মোট ভোট পেয়েছেন ৩৬১। কার্যনির্বাহী পরিষদে অনান্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন সুব্রত (৩১০ ভোট), আরমান (২৬৫), রোজিনা (৩৪৪ ভোট), অঞ্জনা ( ৩২২ ভোট), সুশান্ত (৩৪২ ভোট), আলীরাজ (৩০৩ ভোট), মৌসুমী (৩৪৯ ভোট), পূর্ণিমা (২৮২ ভোট), পপি (৩০২ ভোট), ফেরদৌস (২৬১ ভোট), নাসরিন (২৬৮ ভোট), জেসমিন (৩২৬ ভোট), ইমন (২৬২ ভোট), জ্যাকি আলমগীর (২৯৫ ভোট), জাকির হোসেন (১৯০ ভোট) ও কমল (২৪২ ভোট)। নির্বাচন কমিশনারের স্বাক্ষর করা কাগজ থেকে এই তত্ব সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!