॥এম. দেলোয়ার হোসেন॥ রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার ২৯শ’ জন প্রান্তিক কৃষকের মধ্যে সরিষা, ভুট্টা, ভুট্টা, গম, পেঁয়াজ, মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ই নভেম্বর সকালে সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মতিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।