॥মনির হোসেন॥ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১৮ই নভেম্বর বিকালে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাঁচটিকরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জুলফিকার আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নূরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, কালুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রাণী সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নিকট বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দাবী-দাওয়া তুলে ধরে বলেন, দিনদিন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে কিন্তু তাদের বসার মতো পর্যাপ্ত বেঞ্চ নেই, শৌচাগারের অবস্থা খুবই খারাপ, ছাদটি প্রায় ভগ্নপ্রায়, যে নলকূপটি আছে তার অবস্থাও ভালো না, শিক্ষকদের বসা ও ফাইলপত্র রাখার প্রয়োজনীয় আসবাবপত্র নেই। বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কার করা অত্যন্ত জরুরী, প্রায় পঞ্চাশ বছরের পুরনো বটগাছটির গোড়া দুর্বল হয়ে যাওয়ায় সেটিকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা, ভবনের পিছনের অংশে মাটি ভরাট এবং বিদ্যালয়টি রাস্তা সংলগ্ন হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সীমানা প্রাচীর নির্মাণ করা আশু প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম পর্যায়ক্রমে সকল দাবী পূরণের আশ্বাস দিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিদ্যালয়ের শিক্ষকদের ঠিকমতো পাঠদানের এবং ছাত্র-ছাত্রীরা যাতে সুন্দরভাবে শিক্ষালাভ করতে পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানান।