॥মনির হোসেন॥ সারা দেশ ও মুসলিম বিশ্বের ন্যায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে গতকাল ১০ই নভেম্বর যথাযথ ধর্মীয় মর্যাদায় মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) এর জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ(সাঃ) ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে বর্তমান সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ইন্তেকাল করেন। সমগ্র বিশ্বের মুসলমানগণ দিনটিকে ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী(সাঃ) হিসেবে পালন করে থাকে।