॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ীর সদর উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ৬ই নভেম্বর বিকালে মূলঘর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন।
মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার ও মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ভোটাভুটির মাধ্যমে মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
সভাপতি পদে আজিবর রহমান(দেওয়াল ঘড়ি) প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীদের মধ্যে আব্দুস সালাম শেখ(রিক্সা) প্রতীকে ৬৩ ভোট, এস.এ হিরু(চেয়ার) প্রতীকে ৪৩ ভোট ও সিরাজুল ইসলাম(দোয়াত-কলম) প্রতীকে ৩২ ভোট পান।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ শাখাওয়াত হোসেন(গরুর গাড়ী) প্রতীকে ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে আবু নাছির শেখ(মাছ) প্রতীকে ৬০ ভোট, মনিরুজ্জামান অশ্রু(আম) প্রতীকে ৪৫ ভোট ও রমজান আলী(ফুটবল) প্রতীকে ১৫ ভোট ভোট পান।
ফলাফল ঘোষণার পর সভাপতি পদে পরাজিত আব্দুল সালাম শেখ ও তার সমর্থকরা রাজবাড়ীর নেতৃবৃন্দের উপর ক্ষোভ প্রকাশ করে আক্রমন করতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।