॥স্টাফ রিপোর্টার॥ এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি)’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর কৃতি সন্তান সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাচ্চু।
গত ২৪শে অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে এনায়েত-আসাদ-রুমি পরিষদের প্যানেল থেকে ভোটাভুটির মাধ্যমে সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান সাচ্চু সহ-সভাপতি নির্বাচিত হন।
গত ২৮শে অক্টোবর এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হারুন অর রশিদের এক প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে এসিপিবি’র ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিজয়ী প্রার্থীদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।
মোঃ আসাদুজ্জামান সাচ্চু বর্তমানে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব-এর মতিঝিল ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত রয়েছেন।
রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বাসিন্দা মোঃ আসাদুজ্জামান সাচ্চু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম.এ পাস করেন। তিনি ‘আসাদ চেস ক্লাব’ ও নেত্রকোনা চেস ক্লাবের প্রতিষ্ঠাতা। প্রতি বছর তার নিজস্ব অর্থায়নে আসাদ চেস ক্লাব সেকেন্ড ডিভিশন দাবা লীগে নিয়মিত খেলে থাকে।
অন্য প্রকাশনী, অনন্যা প্রকাশনী ও বাসাপ প্রকাশনী থেকে এ পর্যন্ত তার মোট ৫টি কাব্যগ্রন্থ বই মেলায় প্রকাশিত হয়েছে। যার মধ্যে ‘ব্যাসার্ধ থেকে ব্যাস’, ‘মেঘের আত্মহনন’ ও ‘বর্ণলেপন’ তার একক কাব্যগ্রন্থ।
তিনি এবারের সেকেন্ড ডিভিশন লীগে বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাবের খেলোয়াড় ও ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন। দলটি তৃতীয় স্থান অধিকার করে পুরষ্কার প্রাপ্ত হয়।
এবার সেকেন্ড ডিভিশনে পুলিশ বিভাগ থেকে তিনি দু’টি দল নামাতে অগ্রণী ভূমিকা পালন করেন। আগামীকে ফার্স্ট ডিভিশন বা প্রাইম লীগেও বাংলাদেশ পুলিশ টিম তৈরী করার বিষয়ে চেষ্টা করছেন। এভাবে বাংলাদেশের খেলোয়াড়দের আর্থিক আয়সহ কল্যাণ ও দাবার প্রসারে, প্রচারে বাংলাদেশ পুলিশ দলে আরও দাবা খেলোয়াড় সম্পৃক্ত করে দাবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এসিপিবি’র বিদায়ী কার্যনির্বাহী কমিটির নির্বাচনেও তিনি ভোটারদের ভোটে সহ-সভাপতি নির্বাচিত হন। পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি অনুশীলন সাহিত্য পরিষদের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি, সাবেক রাজবাড়ী ও ফরিদপুর জেলা দাবা ও টিটি চ্যাম্পিয়ন, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও কুমিল্লা চেস ক্লাবের উপদেষ্টা। মহিলা সমিতি ও গাইড হাউজ মঞ্চে সমকাল নাট্যগোষ্ঠীর একসময়ের নিয়মিত অভিনেতা। ছাত্র অবস্থায় নাটকের অনেক শো করেছেন। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় চাকরী করাকালে দাবা খেলোয়াড়দের সাথে থেকে, খেলে আত্মিক সম্পর্ক গড়ে তোলেন। সেই সুবাদে বেশ রেটেড খেলোয়াড় তৈরী করতে সক্ষম হন। সর্বোপরি নিঃস্বার্থ একজন দাবা প্রেমিক হিসেবে দাবাকে ভালোবেসে দাবার উন্নয়ন ও খেলোয়াড়দের কল্যাণে নিবেদিত।
উল্লেখ্য, এবারের এসিপিবি’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অন্যদের মধ্যে আবু সুফিয়ান শাকিল সভাপতি, সোহেল চৌধুরী সহ-সভাপতি, মুহাম্মদ আমীর আলী রানা সাধারণ সম্পাদক, মেহেদী হাসান পরাগ ও বদরুল আলম যুগ্ম-সম্পাদক, কাজী তাহেরুল ইসলাম কোষাধ্যক্ষ, কাজী মোঃ মাহবুব আফজাল রঞ্জন সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুম রাহী দপ্তর সম্পাদক, মোহাম্মদ শামীম প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবিকুন নাহার তনিমা, কিশোয়ারা সাজরিন ইভানা, রোমানা ফেরদৌস, মোঃ মাসুম হোসেন, মোঃ আলমাছুর রহমান, এস.এম তারেক ও এজাজ হুসাইন সদস্য নির্বাচিত হয়েছেন।