॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র দ্বিতীয় নির্বাচন আগামী ৮ই নভেম্বর অনুষ্ঠিত হবে।
গত ২৫শে অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত নির্ধারিত ৬টি পদের বিপরীতে ১১জন প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ খোরশেদ আহমেদ এবং এস.এম মোদাচ্ছের শাহ্র নিকট মনোনয়নপত্র জমা দেন।
তাদের মধ্যে সভাপতি পদে এস.এ টিভির সিরাজুল হক ও যমুনা টিভির মুহাম্মদ রফিক উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা টিভির ফয়সাল সিদ্দিকী ববি ও এনটিভির মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন টিভির মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিউজ ২৪ এর কামরুল হাসান জনি ও সি-প্লাসের সনজিৎ কুমার শীল, সাংগঠনিক সম্পাদক পদে প্রবাস মেলার মহিউল করিম আশিক ও আওয়াজ বিডির আব্দুল্লাহ আল শাহীন এবং অর্থ সম্পাদক পদে নতুন ফেনীর মুহাম্মদ ইসমাইল ও আজকের পত্রিকার জিয়াউল হক সুমন মনোনয়নপত্র জমা দিয়েছেন।