॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী থেকে ইলিশ শিকারের দায়ে ১৬জন জেলেকে ৯দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রাজবাড়ী জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে গতকাল ২২শে অক্টোবর ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ধাওয়াপাড়া ঘাট এলাকাসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই জেলেদেরকে আটক করা হয়।
এছাড়াও অভিযানকালে প্রায় ১লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। মৎস্য বিভাগ, র্যাব ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।