শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক জুনিয়র অডিটর শামসুল হকের ১৮বছরের জেল

  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

॥ফরিদপুর প্রতিনিধি॥ দুদকের মামলায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের সাবেক জুনিয়র অডিটর মোঃ শামসুল হক (৬২)কে বিভিন্ন মেয়াদে ১৮বছরের সশ্রম কারাদন্ড ও ৯ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ১৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদালত।
ফরিদপুরের বিশেষ জজ আদালতে জজ মোঃ মতিয়ার রহমান গত ১৬ই অক্টোবর দুপুরে এ আদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় জুনিয়র অডিটর মোঃ শামসুল হক আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলা সূত্রে প্রকাশ, জুনিয়র অডিটর মোঃ শামসুল হক রাজবাড়ী শহরের সজনকান্দা এলাকার বাসিন্দা। তিনি ১৯৯৭ সালের ৩রা এপ্রিল থেকে ২০০২ সালের ৩রা মার্চ পর্যন্ত পাংশা উপজেলার হিসাব রক্ষণ কার্যালয়ে জুনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিলেন। পাংশায় কর্মরত থাকা অবস্থায় শামসুল হক বিভিন্ন সরকারী অফিসের কর্মচারীদের নামে ভূয়া জিপিএস(জেনারেল প্রভিডেন্ট ফান্ড) এর অগ্রিম বিল তৈরি করে ও মঞ্জুরীপত্র প্রস্তুত করে ওই কার্যালয় থেকে বিল পাশ করিয়ে মোট ৮ লাখ ৯ হাজার টাকা উত্তরা ব্যাংক রাজবাড়ী শাখায় নিজের হিসেবে স্থানান্তর করে আত্মসাত করেন। পরবর্তীতে ওই বিল ও মঞ্জুরী পত্র বিনষ্ট করে দেন।
দুর্নীতি দমন কমিশন(দুদক) সমন্বিত কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক গাজী মোঃ শামসুল আরেফিন বিষয়টি তদন্ত করে গত ২০১৬ সালের ৯ই আগস্ট পাংশা থানায় নিজে বাদী হয়ে মোঃ শামসুল হককে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি নিজেই এ মামলার তদন্ত করে গত ২০১৭ সালের ২১শে আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশীট) প্রদান করেন।
দুদুকের কৌশুলী এডঃ মোঃ মজিবর রহমান জানান, আদালত গতকাল জুনিয়র অডিটর মোঃ শামসুল হককে দোষী সাব্যস্ত করে দন্ড বিধির ৪০৯ ধারায় সরকারী কর্মচারী হয়ে অর্থ আত্মসাতের দায়ে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৮ লক্ষ ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড অনাদায়ে তাকে আরো ৬মাস বিনাশ্রম করাদন্ড এবং জাল জালিয়াতি করার দায়ে দন্ড বিধির ৪৬৭ ধারায় ৫বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড ও দন্ডবিধির ৮৭৭(৩) ধারায় ভূয়া হিসাব তৈরীর দায়ে ৩বছর সশ্রম কারাদন্ড এবং ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১মাস বিনাশ্রম করাদন্ড প্রদান করেন। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ বছর সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তাকে আরো ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
কৌশুলী এডঃ মোঃ মজিবর রহমান আর জানান, দন্ডিত জুনিয়র অডিটর মোঃ শামসুল হকের উক্ত কারাদন্ড একই সাথে চলবে। সেই হিসেবে তাকে ৫বছর সশ্রম কারাদন্ড ভোগ এবং ৯ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!