॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ২০শে অক্টোবর রাত সোয়া ১২টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার প্রগতি ফিলিং স্টেশনের সামনে থেকে ৮৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর শহরের আলীপুর খাঁ পাড়া এলাকার মতিয়ার রহমান খোকনের ছেলে হৃদয় শেখ(২০), পূর্ব খাবাসপুরের পারভেজ শেখের স্ত্রী ঝর্ণা বেগম(৩২) এবং গোয়াল চামটের মৃত হোসেন আলীর ছেলে মোশারফ হোসেন(৪০)। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ফেনসিডিলসহ র্যাব তাদেরকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ফরিদপুরের মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।