শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন গতকাল ১৭ই অক্টোবর বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে এডঃ মোঃ উজির আলী শেখ এবং শফিকুল ইসলাম শফি পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর সদ্য মৃত্যুবরণকারী গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম এবং দেবগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত রেজাউল মোল্লা ওরফে বাবু ডাক্তারসহ প্রয়াত নেতাকর্মীদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী ইরাদত আলী।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবহান, সহ-সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়াম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, আইন বিষয়ক সম্পাদক এডঃ উমা সেন, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, পৌর আওয়মী লীগের সহ-সভাপতি গণেশ মিত্র, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা, সাংগঠনিক সম্পাদক এডঃ নজরুল ইসলাম লাভলু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ খান মাখন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, যারা নেতৃত্ব আসবে তাদেরকে ভুল-ভ্রান্তির ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন। এটা কোনভাবেই বন্ধ হবে না। যারাই দুর্নীতি করুক না কেন অবশ্যই তাদের বিচারের সম্মুখীন হতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথে কাজ করে যাবো। সংগঠনকে শক্তিশালী করে সব ধরনের অপশক্তিকে মোকাবিলা করে এগিয়ে যাবো।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে এডঃ উজির আলী শেখ এবং শফিকুল ইসলাম শফিকে পুনরায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা আগামী ১০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
উল্লেখ্য, এডঃ উজির আলী শেখ দ্বিতীয় বারের মতো এবং শফিকুল ইসলাম শফি তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!