॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ই অক্টোবর বিকালে পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান।
সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রাজু আহম্মেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মোল্লা, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষক লীগের মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক শ্রীরূপ কুমার কুন্ডু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল গাজী, জেলা কৃষক লীগের সদস্য আব্দুল কাদের মুন্সি, মোঃ মাইনদ্দিন সরদার, গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, গোয়ালন্দ পৌর কৃষক লীগের সদস্য সচিব লিটন আলী, সদর উপজেলা কৃষক লীগের সদস্য রাসেল মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সর্বত্র সুষমভাবে উন্নয়ন হচ্ছে। চলমান এই উন্নয়ন ও অগ্রগতিকে ধরে রাখতে হলে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। কৃষক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান বলেন, আমার রাজনৈতিক জীবনে কখনও দলের কাছ থেকে কোন সুবিধা নেইনি। চাওয়া-পাওয়ার হিসাব করিনি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে নিবেদিতভাবে দলের জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে আজিজ মল্লিককে সভাপতি, শেখ আবুল হোসেনকে সাধারণ সম্পাদক, মোজাহার শেখ ও জালাল খানকে সহ-সভাপতি, রাজীব মোল্লাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম মিন্টু ও মোঃ অসীম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচুরিয়া ইউনিয়ন কৃষক লীগের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়।