রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা

  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের মভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউসুফ মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, কালুখালীর গোপালপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ শেখ, পাংশা সরকারী জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশার ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন উপজেলার সহকারী কমিশন (ভূমি), জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং জেলার ৫টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বর্তমানে সারা দেশের শিক্ষার হারের তুলনায় রাজবাড়ী জেলা অনেক পিছিয়ে রয়েছে। এর প্রধান কারণ যে পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে সেই তুলনার পাসের হার অনেক কম। প্রতি বছরই এই পাসের হার দিন দিন কমছে, শিক্ষার হার ক্রমশঃ নি¤œমুখী হচ্ছে। এর কারণ শিক্ষার্থীদের বিদ্যালয়ের আসার প্রতি অনীহা এবং শিক্ষকদের ঠিকমতো ক্লাস না নেওয়াসহ বিভিন্ন বিষয়। সুতরাং রাজবাড়ী জেলার শিক্ষা ব্যবস্থাকে কীভাবে ভালো করা যায় সে জন্য আজকে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধানদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, যাতে তাদের মতামতের ভিত্তিতে করণীয় ঠিক করা যায়। আমি এই জেলায় তিন মাস আগে যোগদানের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে এবং না জানিয়ে এ পর্যন্ত ৩০টির অধিক স্কুল পরিদর্শন করেছি। এই পরিদর্শনকালীন অভিজ্ঞতার আলোকে যতটুকু বুঝেছি তাতে আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে আসছে না। কিন্তু কেন শিক্ষার্থীরা স্কুলে ঠিকমতো ক্লাস করছে না সে বিষয়ে শিক্ষকরাও কোন খোঁজ রাখছেন না। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলেও শিক্ষক ক্লাসে অনুপস্থিত থাকছেন বা ঠিকমতো পড়াচ্ছেন না। আবার অনেক সময় শিক্ষার্থীরা পরীক্ষায় পাস না করলেও উপরের ক্লাসে ওঠার এবং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলেও এসএসসির মতো পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। স্কুল চলাকালীন সময়ে অনেক শিক্ষক ক্লাস না নিয়ে তার ব্যক্তিগত কাজে বাইরে থাকছেন। এসব অত্যন্ত হতাশার ও দুঃখজনক। অনেক প্রধান শিক্ষক বলেছেন অদৃশ্য বিভিন্ন কারণে যে সব শিক্ষক নিয়মিতভাবে ক্লাস নিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। এটা ঠিক কথা নয়। যারা ঠিকমতো ক্লাস নিচ্ছেন না তারা যত শক্তিশালীই হন না কেন তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিতে না পারলে আমাকে বলবেন আমি ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। যাতে তারা তাদের শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের সাঠিক নেতৃত্ব দিতে পারে। এছাড়াও সভায় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং প্রতি বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভালো ফলাফল ও বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হারসহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ ২টি শিক্ষা প্রতিষ্ঠাণকে পুরষ্কৃত করা হবে বলে জেলা প্রশাসক ঘোষণা দেন। আর ছুটির দিন হলেও প্রত্যেক শনিবার জেলার শিক্ষার মান উন্নয়নে তিনি শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করবেন বলে মতবিনিময় সভায় জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!