॥সিঙ্গাপুর প্রতিনিধি॥ সিঙ্গাপুর প্রবাসী বাঙালীদের দ্বারা পরিচালিত বাংলা ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারারী সোসাইটি (বিএলএসএস)-এর ২৫বছর পূর্তি উপলক্ষে গত ৮ই সেপ্টেম্বর স্থানীয় ন্যাশনাল লাইব্রেরী মিলনায়তনে এক সুধী সমাবেশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রাঙ্গণ বাংলাদেশী বই, কারু পণ্য, খাবারসহ বিভিন্ন স্টল দ্বারা সজ্জিত করা হয়। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অবদানের জন্য স্কুলটির প্রতিষ্ঠাতাসহ পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভাষার জন্য বাঙালীরা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, সেই ভাষা ও সংস্কৃতির গর্বিত উত্তরাধিকারী হিসেবে পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষা শিখতে উৎসাহিত করার জন্য প্রবাসী অভিভাবকদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে।
স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজকগণ ‘প্রতীতি’ নামের একটি স্মরণিকা প্রকাশ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। সিঙ্গাপুর প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।