॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৩ই সেপ্টেম্বর এক কর্মি সভা রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক জিএস ডাঃ মোস্তাক হোসেন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইউনুস আলী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতম শীল ও জেলা জাসদের সাধারণ সম্পাদক উজ্জল গুহ প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস।