॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ২৮পিস ইয়াবাসহ সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী হোসেন খান(৩৪) গ্রেফতার হয়েছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর বিকালে এস.আই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কল্যাণপুর গ্রামের ইদ্রিস পাটোয়ারীর বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হোসেন খান কল্যাণপুর গ্রামের মৃত শফিক খানের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় ডিবির এস.আই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।