রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বহরপুরে ২১তম আন্তঃজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

॥দেবাশীষ বিশ্বাস/সবুজ সিকদার॥ ‘মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বিএনবিএস নামের একটি সংগঠনের আয়োজনে ২১তম আন্তঃ জেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল ৬ই সেপ্টেম্বর বিকালে বহরপুর রেলওয়ে মাঠে মোবাইল ফোনের মাধ্যমে টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় তিনি বলেন, খেলাধুলা মানুষের পরিপূর্ণ বিকাশ ঘটায়। তাই প্রতিটি শিশুর জন্য খেলাধুলার পরিবেশ তৈরী করতে হবে। এই টুর্নামেন্টটি বহরপুর ইউনিয়নের মানুষের একটি উৎসব। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বিএনপি সরকারের সময়ে রেল বন্ধ ছিল। এখন বহরপুর মাঠের পাশ দিয়ে রেলগাড়ী যাতায়াত করে। বহরপুর, তথা বালিয়াকান্দির মানুষের জন্য এখানে একটি স্টেশন করা হয়েছে- যাতে এই অঞ্চলের মানুষ ট্রেন যোগাযোগের সুবিধা পায়। আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
টুর্নামেন্ট কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামন চৌধুরী টিটো, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) ওবায়েদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর মোঃ ফকরুজ্জামনা মুকুট, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী খেলায় খুলনা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পাবনা ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।
খেলাটি পরিচলান করেন রাজবাড়ী রেফারী এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মশিউর চান্দু। বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী খেলা উপভোগ করেন। খেলা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!