॥মোক্তার হোসেন॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাংশা শাখার উদ্যোগে গতকাল ৪ঠা সেপ্টেম্বর পাংশা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত গরীব রোগীদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে দুপুর ১২টার সময় ডেঙ্গু আক্রান্ত অন্তত ২০জন রোগীর মাঝে চিকিৎসা সামগ্রী হিসেবে মশারী, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।
চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাংশা শাখার এফ.এ.ভি.পি ও ম্যানেজার মোঃ মতিয়ার রহমান ও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী বক্তব্য রাখেন।
ইসলামী ব্যাংকের এফ.এ.ভি.পি ও ম্যানেজার মোঃ মতিয়ার রহমান বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীরা পারিবারিক ভাবে হতাশাগ্রস্ত। ডেঙ্গু আক্রান্তদের মানবিক সেবায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাশে আছে বলে উল্লেখ করেন তিনি।
পাংশা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী জানান, পাংশা হাসপাতালে ৬৩জন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ২০জন ডেঙ্গু আক্রান্ত গরীব রোগীকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত চিকিৎসা সামগ্রী বিতরণ করা হলো।
অনুষ্ঠানে পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।