॥ওবায়দুল হক মানিক, সংযুক্ত আরব আমিরাত থেকে॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের শহীদদের স্মরণে সংযুক্ত আরব আমিরাতের শারজা বঙ্গবন্ধু পরিষদের শাখার উদ্যোগে গত ২৩শে আগস্ট শারজার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শারজা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আহমদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন টিটুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শারজা বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ও শারজা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইদ্রিস সুলতান কুসুমপুরী, শারজা বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আমির হোসেন, নূরুল আবছার, আকরামুজ্জামান, নূরুল আলম, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন পলাশ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম মুনির, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ব্যাংকার নাফিস উল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, মাহবুব হাসান হৃদয়, মোহাম্মদ আমিন, হাফেজ সফিকুল ইসলাম, প্রকৌশলী রাসেল আহমেদ, জামাল উদ্দিন, হাফেজ শফিকুর রহমান, মুসলিম উদ্দিন, নোমান আহমেদ ও হাসান মোবারক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় ১মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।