॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে গতকাল শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরো ১৭জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে বেলা সোয়া দুইটার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ধুলদী নামক স্থানে। ঢাকা থেকে কমফোর্ট লাইনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ধুলদি ব্রীজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিয়ে বাসটি ব্রীজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ৬জন যাত্রী নিহত হয়। দুর্ঘটনা পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় আরো ২জন।
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। হাসপাতালে ভর্তি আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে, বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুরের নগরকান্দার তালমায় লোকাল বাসের চাপায় মারা গেছে ৩জন। ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থলে একটি অটোরিকশা ও কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় অটো রিকশার যাত্রী রেশমা বেগম ও তার ছেলে রাজু। হাসপাতালে নেবার পথে মারা যায় আবুল সিকদার নামের এক পথচারী।