॥রফিকুল ইসলাম॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৭ই আগস্ট বিকালে গোপীনাথপুর চৌরাস্তা বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ মন্ডলের সভাপতিত্বে ও মিজানপুর ইউনিয়ন(মধ্যাঞ্চল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ নুরালের সঞ্চালনায় আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক রাজু, সহ-প্রচার সম্পাদক শেখ ফরিদ, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, মিজানপুর ইউনিয়ন (মধ্যাঞ্চল) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, সাবেক সভাপতি শিহাব আহম্মেদ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লুৎফুন্নাহার মিতা, ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী তাপসী বিশ্বাস ও মিজানপুর ইউনিয়ন(পশ্চিমাঞ্চল) ছাত্রলীগের সভাপতি ইমরান নাজির প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনার বিষয়ে আলোচনা করেন এবং পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করার দাবী জানান।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপীনাথপুর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রবিউল ইসলাম। দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।
মিজানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লাভলু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলাউদ্দিন আলাম, সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, স্থানীয় যুবলীগ নেতা কেসমত শেখ, আরিফুর রহমান, ছলেমান, অভিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।