॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ১৪ই আগস্ট দুপুরে গোহাইলবাড়ী আইনউদ্দীন ওয়াজেদুন নেছা সিদ্দিকীয়া মাদ্রাসা প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে ও ডেঙ্গু রোগীদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত ও বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম এবং সভা সঞ্চালনা করেন এনজিও অ্যাসেডের পরিচালক শাহজাহান সিদ্দিক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ড. শেখ মোঃ রেজাউল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখে এডিস মশার বিনাশ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে হবে।