॥কলকাতা প্রতিনিধি॥ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যথাযথ মর্যাদায় শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১২তম আত্মদান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির উদ্যোগে গত ১১ই আগস্ট কলকাতা শহরের শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচী গ্রহণ করা হয়। শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। আবৃত্তি, গান এবং আজকের দিনে ক্ষুদিরামের মতো বিপ্লবীদের জীবন চর্চার প্রয়োজন নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচীতে অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি বৃন্দাবন মন্ডল, অধ্যাপক শুভেন্দু মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ শিশুতোষ সামন্ত, সাংবাদিক অপূর্ব দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বনাথ বিশ্বাস এবং সঞ্চালনা করেন করেন কমিটির সম্পাদক মধুসূদন জানান।
অনুষ্ঠানে শতাধিক নাগরিক শহীদ ক্ষুদিরাম বসু ও শহীদ বসন্ত বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।