॥স্টাফ রিপোর্টার॥ মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলায় ক্রাশ কর্মসূচীর আওতায় পরিচালিত বিশেষ অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৬ই আগস্ট বেলা ১১টায় আলাদীপুরের যুব প্রশিক্ষণ কমপ্লেক্স এবং দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক যুব প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শনে গেলে যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ীর উপ-পরিচালক গৌতম চন্দ্র দেসহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জেলা প্রশাসক যুব উন্নয়ন অধিদপ্তর, রাজবাড়ীর কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মশক নিধন-ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গুজব প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে’র সভাপতিত্বে মতবিনিময় সভায় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাহার আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।
যুব প্রশিক্ষণ কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কলেজের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দেখার পর কলেজের মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গুজব প্রতিরোধ বিষয়ক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উদ্বুদ্ধ করেন।